একসময় তিনিও স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। কিন্তু পরিস্থিতি হয়তো তাকে ক্রিকেটার হতে দেই নি। কিন্তু তার বদলে বলউড পেয়েছে এক অসামান্য প্রতিভাকে৷ যিনি গতকাল চিরবিদায় নিলেন। তিনি ইরফান খান।
অনূর্ধ্ব-২৩ সি কে নাইডু প্রতিযোগিতায় খেলার জন্য নির্বাচিতও হয়েছিলেন অলরাউন্ডার ইরফান। কিন্তু পরিবারের আর্থিক সঙ্কট তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল। মাত্র আড়াইশো টাকার জন্য জয়পুর থেকে অজমেরে খেলতে যেতে পারেননি তিনি। এর পরেই হতাশায় ক্রিকেট ছেড়ে অভিনয় শুরু করেন ইরফান।
ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতেও। বিরাট কোহালি টুইটারে লিখেছেন, ‘‘ইরফান খানের বৈচিত্র অবাক করত আমাকে। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’
ক্যান্সারকে হারিয়ে যুবরাজ সিংহ লিখেছেন, ‘‘এই লড়াই আমার পরিচিত। এই কষ্ট আমার জানা। কেউ এই লড়াই থেকে জিতে ফেরে। কেউ পারে না। আমি নিশ্চিত, তুমি এখন আরও ভাল জায়গায় আছো।’’
কিংবদন্তি শচীন তেন্ডুলকর লিখেছেন, ‘‘ইরফান খান বরাবরই আমার অন্যতম প্রিয় অভিনেতা। তাঁর প্রত্যেকটি ছবিই প্রায় আমার দেখা। শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’-ও দেখা হয়ে গিয়েছে। এ ভাবে চলে যাবেন ভাবিনি।’’