দেশের জার্সিতে দীর্ঘ ২৪ বছর সাফল্যের সঙ্গে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট জীবনে বহু সাফল্য অর্জন করেছেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর। সেঞ্চুরির সেঞ্চুরি তাঁর ঝুলিতে শোভাবর্ধন করে। তবে তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব মনে করেন, শচীন যে ধরনের প্রতিভাবান ক্রিকেটার ছিলেন তাতে ওর থেকে আরও অনেক বেশি প্রত্যাশা করা অমূলক নয়।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘অনেকেই আমার এই বক্তব্যের অপব্যাখ্যা করেছে। আমি শচীনকে কখনও খাটো করতে চাইনি। শচীন অনেক বড় ক্রিকেটার। দেশকে অনেক সাফল্য এনে দিয়েছে। দুই দশকের বেশি সময় ধরে সুনামের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মোটেও সহজ ব্যাপার নয়। ওর মতো এত প্রতিভাবান ক্রিকেটার শুধু ভারতে নয়, বিশ্বে কম জন্মেছে। তবুও আমি মনে করি, শচীনের যা প্রতিভা ছিল, ওর এর থেকেও বেশি দেওয়ার ক্ষমতা রাখে।’