প্রয়াত হলেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘ দু’বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন হিন্দি সিনে জগতের এই বিখ্যাত অভিনেতা। বলিউডের বিখ্যাত অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ জগত থেকে রাজনৈতিক মহল। ঋষি কাপুরের মৃত্যুতে টুইট করে তাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঋষি কাপুরের মৃত্যুতে শোকজ্ঞাপন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আইকনিক এবং প্রতিভাবান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে আমি প্রচন্ড দুঃখিত এবং স্তম্ভিত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা কমপক্ষে ১৫০ ছবিতে কাজ করেছেন। তার শারীরিক অসুস্থতার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তাঁর পরিবার, পরিজন এবং ভক্তদের আমার সমবেদনা জানাচ্ছি।’
প্রসঙ্গত, ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ার পর ঋষি কাপুর আমেরিকায় যান চিকিৎসার জন্য। সেখানে প্রায় এক বছর ধরে ক্যান্সারের চিকিৎসা করান তিনি। ২০১৯ সালেই আবারও মুম্বাই ফেরেন তিনি। কিন্তু বিগত কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্যান্সারের সঙ্গে সেই লড়াইয়ের ইতি হয়ে গেল আজ। বন্ধু ঋষির মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি টুইট করে লিখেছেন, ‘ও চলে গিয়েছে, ঋষি চলে গিয়েছে। আমি ধ্বংস হয়ে গেছি’।