রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে বিরোধীদের আক্রমণ নিয়ে এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে বিরোধীদের উদ্দেশ্যে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। যারা এই সময় রাজনীতি করছেন তাদের ‘শকুনি’র নজরের সঙ্গে তুলনা করেন মমতা। সম্প্রতি বাঙুরে যে দৃশ্য ভাইরাল হয়েছে তার পাশাপাশি গতকাল টিকিয়াপাড়ার ঘটনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা। বলেন, যেটা অন্যায় সেটা অন্যায়। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে।
বাঙুর প্রসঙ্গে এদিন কথা বলতে গিয়ে মমতা বলেন, বাঙুরে ডেডবডি পড়ে আছে কেন সেটা হাসপাতাল কর্তৃপক্ষ বুঝবে। পুলিশ বুঝবে। যারা বাড়ি বসে বসে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছেন তাদের কোনও কাজ নেই। বাঙুরে ডেডবডি পড়ে আছে তো তোমার কি? তুমি কি কাঁধে করে ডেড বডি নিয়ে যাবে? অনেক সময়েই পরিবারও নিয়ে যেতে চায় না।’ অন্যদিকে টিকিয়াপাড়া প্রসঙ্গে মমতা বলেন, ‘টিকিয়াপাড়া নিয়ে হইচই শুরু করেছেন। এবার রাস্তায় নেমে কাজ করুন না। কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে পাশে থাকুন। স্বাস্থ্য দপ্তরের পাশে থাকুন। পুলিশ প্রশাসনের পাশে থাকুন। রাজ্যবাসীর পাশে থাকুন। এই সমস্ত কাজ যদি করতে পারেন তবেই বুঝব সাচ্চা কথা বলার লোক।’
এদিন মমতা আরও বলেন, ‘এটা নতুন রোগ। এই রোগ সামলাতে একটু সময় লাগবে। তাই প্রথমে ভুল ভ্রান্তি হবে সেটাই স্বাভাবিক। ডাক্তারদেরও কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতেই পারে। কোথাও প্রিন্টেড গন্ডগোল হতেই পারে। ভুল কিছু অক্ষর বা শব্দ প্রিন্ট হয়ে যেতেই পারে। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু হয়নি। এই বিপর্যয়ের সময় ছোট ছোট ভুলগুলো মাফ করতে হবে।’