দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের মত মারণ রোগের বিরুদ্ধে অসম লড়াই থেমে গেল আজ সকালে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। কোলোন সংক্রমণ নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু, স্ত্রী ও দুই ছেলেকে রেখে আজ সকালেই চলে গেলেন ইরফান খান। রেখে গেলেন বলিউড ও হলিউডে তাঁর অভিনীত সিনেমার বহু স্মৃতি।
অভিনেতার বলিউড যাত্রা নিয়ে আলোচনার মধ্যেও উল্লেখযোগ্য তাঁর হলি কেরিয়ার। লিওনার্দো দি’ক্যাপ্রিও থেকে ক্রিস্টোফার নোলানের মতো অস্কার বিজেতাদের সঙ্গে কাজের প্রস্তাবও অনায়াসে ফিরিয়ে দিয়েছিলেন ইরফান। ‘দ্য নেমসেক’, ‘লাইফ অফ পাই’, ‘ইনফার্নো’, ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘স্লামডগ মিলিওনেয়র’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর মতো বহু জনপ্রিয় হলিউড ছবিতে দেখা গিয়েছিল অভিনেতা ইরফান খান। এই ছবিগুলি মিলিয়ে কমপক্ষে $৩.৬ বিলিয়ন (১ বিলিয়ন= ১০০ কোটি) বেশি ব্যবসা করেছিল।
তবে সুযোগ পেলেও হলিউডের অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব অনায়াসে ফিরিয়ে দিয়েছিলেন ইরফান খান। সর্বশেষ বিশিষ্ট পরিচালক স্টিভেন স্পিলবার্গের ‘রবোপোক্যালিপস’ এর প্রস্তাব ফিরিয়েছিলেন ভারতীয় অভিনেতা। প্রস্তাবিত ছবিতে স্কারলেট জনসনের বিপরীতে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। পরে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আমার মনে হয়নি, খুব বেশি অভিনয়ের সুযোগ ছিল। তাই প্রত্যাখ্যান করেছিলাম।’
এছাড়াও ২০১৬-তে অস্কার বিজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের সায়েন্স-ফিকশন ছবি ‘ইন্টারস্টেলার’-এর প্রস্তাব ফিরিয়েছিলেন ইরফান খান। সেইসময়েও এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ‘সময়ের অভাবেই করা হয়নি। তবে নোলানের ছবি না করতে পারার আক্ষেপ সারাজীবন থেকে যাবে।’ এছাড়াও অস্কার মনোনীত ‘দ্য মারশিয়ান’-এও অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন ইরফান খান। একাধিক হলিউড প্রস্তাব ফিরিয়েছেন ভারতীয় অভিনেতা। যার মধ্যে অস্কার জয়ী লিওনার্দো দি’ক্যাপ্রিওর সঙ্গেও অভিনয়ের সুযোগও ছিল।