মারণ ভাইরাস সংক্রমণে স্তব্ধ ক্রীড়াজগত। স্তব্ধ বিশ্বফুটবলও। তবে আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় উয়েফা। আগামী মাসের শেষ থেকেই ইউরোপীয় লিগ শুরু করার বার্তা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন জানিয়েছেন, ৫৫টি ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, আগামী ২৫ মে-র মধ্যে জানিয়ে দিতে হবে, নিজেদের দেশের লিগগুলি আদৌ শুরু করা সম্ভব কি না। তাদের বক্তব্য শোনার পরেই নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। ফুটবলের মরশুম নিয়ে পরিকল্পনা করা হবে।
ইপিএল, বুন্দেশলিগা, সেরি-আ কমিটি যেমন জানিয়ে দিয়েছে, তারা চলতি মরশুম শেষ করতে ইচ্ছুক। অন্যদিকে নেদারল্যান্ডস ফুটবল সংস্থা জানিয়েছে তারা চলতি মরশুম বাতিল করেছে।
প্রসঙ্গত, করোনার কারণে এমনিতেই এক বছর পিছিয়ে দিতে হয়েছে ইউরো কাপ। স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা কাপের নক-আউট পর্বের ম্যাচগুলি। উয়েফা কর্তারা সমস্ত দেশগুলির ফুটবল সংস্থার কাছে আবেদন জানাচ্ছেন, তারা যেন এবার মরশুম শেষ করার বিষয়ে জোর দেন।