করোনা পরিস্থিতির মধ্যেও বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে এদিন পাল্টা জবাব দিতে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, তিনিও মানুষ। তাঁরও সহ্যের সীমা রয়েছে। বাঙুর-সহ একাধিক ইস্যুতে বিরোধীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেটা করার সময় এটা নয়।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘লেবু কচলাতে কচলাতে তেতো কথা শুনেছি। বেশি কচলাবেন না। অরেঞ্জের রস খান, ওটাতে ভিটামিন সি আছে। আমাদের অর্থনৈতিক টাস্ক ফোর্স ১,৫২,০০০ কোটি টাকার প্যাকেজ দিচ্ছে। ওঁরা কাজ করছে। নিচুতলায় কিছু ভুল হতে পারে। এখন ক্ষমা করে দিন।’ এই প্রথম নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে মমতা বলেন, ‘আমিও মানুষ। এমন পরিস্থিতিতে রাজনীতি করলে প্যান্ডোরার বক্স খুলে দেব।’ মমতা আরও বলেন, যন্ত্রণা করছে মাথায়। রাজীবের পেটে যন্ত্রণা করছে বলছে। আমার মাথায় রোজ গোঁতাবেন, আমি কি মাথা এগিয়ে দেব। এটা ভাবলে ভুল হবে। একটু প্রশংসা করুন যাঁরা ভাল কাজ করছেন তাদের। সোশ্যাল হন, আনসোশ্যাল হবেন না। আমরাও রেখে দিয়েছি সব সযত্নে। আমি কথা দিলাম কোনও রাজনীতি করব না। আপনারাও কথা দিন রাজনীতি করবেন না।’
মমতা আরও বলেন, ‘অনেক রাজ্যই বেতন কেটে নিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তা করেনি। সবাইকে মাসের প্রথমে টাকা দিচ্ছে। বাংলাকে ধ্বংস করবেন না। তৈরি করুন।’ টিকিয়াপাড়া নিয়ে তিনি বলেন, ‘একটা থানায় একটা ঘটনা ঘটলে বিশ্বব্রক্ষান্ড উদ্ধার করে দিচ্ছে। টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে তুলকালাম করছে। একটা ঘটনা নিয়ে ইচ্ছে করে এটা করছে, শকুনের মতো বসে ছিল, এটা নিয়ে দেশ উত্তাল করে দিচ্ছে। পথে নামুন, রাস্তা ঝাঁট দিন, হাসপাতালে যান, পরিস্কার করুন, রোগীর পাশে দাঁড়ান। তাহলেই বুঝব দম আছে।’