‘টিকিয়াপাড়ায় লকডাউনের মধ্যে যা ঘটেছে, তা কখনোই অভিপ্রেত নয়। একটা বাজে ঘটনা ঘটেছে। আমাদের পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এটা নিয়ে রাজনীতি করবেন না।’ গতকালের ঘটনায় নাম না করে এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকিয়াপাড়ায় পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার কড়া ভাষায় নিন্দা করেছেন মমতা।
তারপরেই তিনি বিজেপি-সহ বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন, করোনা নিয়ে সরকারকে সাহায্য করার বদলে ঘরে বসে রাজনীতি করা হচ্ছে। তিনি বলেন, ‘শকুনের মতো বসে রয়েছে, কখন কেউ মরবে আর এরা ঠুকরে খাবে। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা নিয়ে এত রাজনীতি করার কী আছে? পুলিশ নিজের কাজ করছে। তাঁরা অবশ্যই কড়া ব্যবস্থা নেবে। দোষীরা কেউ ছাড় পাবে না। কিন্তু এসব নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে পুলিশের টহলদারি চলছিল। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু আচমকা প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। লকডাউন না মেনে রাস্তায় ভিড় করেন। তখনই লকডাউন কার্যকর করার জন্য ভিড় সরাতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করা। পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়া হয়। দু’জন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও র্যাফ পৌঁছয় ঘটনাস্থলে। পরে রাত থেকেই এলাকায় শুরু হয় ধরপাকড়।
এই ঘটনা নিয়ে নাম না করে মূলত বিজেপির বিরুদ্ধেই রাজনীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘একটা ঘটনা হয়েছে। খুব খারাপ ঘটনা। তবে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। আমিও চাই দোষীদের কড়া শাস্তি হোক। আমি কখনও দোষীদের জাত-বর্ণ-ধর্ম দেখিনি, এখনও দেখব না। কিন্তু এটা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে। শকুনের মতো বসে রয়েছে মরার অপেক্ষায়। এটা উত্তরপ্রদেশ বা দিল্লী নয়। এটা বাংলা।’