মৃত্যু মিছিল কাটিয়ে ধীরে ধীরে লকডাউন তোলার কথা ঘোষণা করেছে ইতালি সরকার। আগামী ৪ মে থেকে ইতালিতে লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে। তবে ‘সিরি আ’ কবে শুরু হবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু ক্লাবগুলি আংশিকভাবে ৪ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে, তা নিশ্চিত হয়ে গেল প্রধানমন্ত্রীর ঘোষণায়।
প্রধানমন্ত্রী গিউসিপ্পে কন্টে বলেছেন, ‘ফুটবলাররা ৪ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে। তারপর আমরা বিবেচনা করব, বাকি থাকা লিগ কবে শুরু করা যায়।’ সঙ্গে জুড়ে দেন, ‘গ্রুপে অনুশীলন করার স্টেজ পর্যন্ত আমরা পৌঁছালেও সেটা হবে যথাসম্ভব নিরাপত্তা ও সতর্কতা বজায় রেখে। খেলা নিয়ে আমাদের প্যাশন খুব বেশি। তবে আমরা চাই ফুটবলাররা সুস্থ থাকুন।’
খোদ প্রধানমন্ত্রীর ঘোষণার পর ইতালিতে ফুটবলপ্রেমীদের উৎসাহ অনেকটা বেড়ে গিয়েছে। করোনার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ।