তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত হলেন উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি সোমবারই এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল উমর আকমলের কাছে।
অভিযোগ, ম্যাচ ফিক্সিং প্রস্তাব পাওয়া সত্ত্বেও উমর তা গোপন করেন। এই বিষয়ে পাক ক্রিকেট বোর্ডকে তিনি কিছুই জানাননি বলে বোর্ডের তরফে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আর সেই কারণবশতই পাকিস্তান সুপার লিগেও তাঁকে খেলতে দেওয়া হয়নি। যদিও সেই লিগ করোনা সংক্রমণের কারণে থমকে যায়।
সোমবার পাক ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান ফজল-এ-মিরান চৌহান তাঁকে সব ফরম্যাটের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেন। পিসিবি মিডিয়ার তরফে টুইট করেও জানানো হয়েছে এই খবর।