করোনার হাত থেকে এখনই নিস্তার নেই। এখনও অনেক অপেক্ষা করতে হবে। এ বিপদ এত সহজে কাটার নয়। নতুন আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলছেন, করোনার ফলে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবায় যে সমস্যা হচ্ছে, তাতে তাঁরা উদ্বিগ্ন। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে।
এর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছিল, করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রাণঘাতী করোনা এখানেই থামবে না। ভয়ানক পরিস্থিতি দেখা এখনও বাকি। আফ্রিকা ও অন্য দেশ, যেখানে স্বাস্থ্য পরিষেবা উন্নত নয়, সেখানে ভবিষ্যতের ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আগেই চিন্তা ব্যক্ত করে হু।
সোমবার হু-এর দৈনিক বিবৃতিতে ঘেব্রিয়েসুস বলেন, “এই মহামারি বিদায় নিতে এখনও অনেক সময় বাকি। আমাদের সামনে অনেক পথ বাকি। আরও অনেক কাজ করা বাকি।” আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে করোনার প্রভাব বৃদ্ধি উদ্বেগে রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।
কিন্তু করোনার থেকেও এই মুহূর্তে হু-কে চিন্তায় রাখছে অন্য এক আশঙ্কা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে করোনার জন্য চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে বিঘ্নিত হচ্ছে অন্যান্য চিকিৎসা পরিষেবা। যা কিনা ভয়াবহ রূপ নিতে পারে। ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াইয়ে বাধা হতে পারে করোনা।
হু বলছে, করোনা রুখতে যে লকডাউন হচ্ছে তার জেরে ইতিমধ্যেই ২১টি দেশে ম্যালেরিয়া-সহ কয়েকটি মারক রোগের টিকার ঘাটটি পড়েছে। যা আগামী প্রজন্মের জন্য ভয়ঙ্কর হতে পারে।