যেভাবে কেন্দ্র সরকার, বাংলার রাজ্যপাল এবং বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘টার্গেট’ করছে তা প্রচণ্ড নিন্দনীয়। এভাবেই কেন্দ্রের বিজেপি ও রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার মধ্যে তৈরি হওয়া সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন নেতা যশবন্ত সিনহা।
এই প্রসঙ্গে একটি টুইটে যশবন্ত সিনহা লেখেন, ‘করোনার জেরে দেশের কঠিন পরিস্থিতিতেও কেবলমাত্র রাজনীতির জন্য মমতাকে আক্রমণ করছে মোদী সরকার থেকে বিজেপি দল, এমনকী বাংলার রাজ্যপালও। যা এক কথায় নিন্দনীয়।’ বিজেপির প্রাক্তন শীর্ষ নেতার এই ট্যুইটবার্তা আবার রিট্যুইট করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন।
করোনায় বাংলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের দিকে আঙুল তুলেছে বিজেপি। এদিকে বাংলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মোদী সরকারের পাঠানো কেন্দ্রীয় দলকে নিয়ে চূড়ান্ত সংঘাত শুরু হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে। এই পরিপ্রেক্ষিতে মমতাকে পাঠানো রাজ্যপাল জগদীপ ধনকরের কড়া ভাষায় খোলা চিঠি সেই দ্বন্দ্বে ঘৃতাহুতি দিয়েছে। রাজ্যের শাসক দলও পালটা প্রশ্ন তুলছে রাজ্যপালের সাংবিধানিক নিরপেক্ষতার নিয়ে। সেইসঙ্গে কেন্দ্রীয় দলও পরিস্থিতি খতিয়ে দেখার নামে বিজেপির পথে রাজনীতি করছে এমনও অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন নেতা যশবন্ত সিনহার টুইট বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।