করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে যথাযথ অর্থসাহায্য মিলছে না বলে অভিযোগ করলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর অভিযোগ, চিঠির কোনও উত্তর দেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর মধ্যে ৮টি চিঠি লিখেও একটারও উত্তর পাইনি।
অমিত মিত্র বলেন, অর্থনীতির হাল ধরার জন্য ১০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিত কেন্দ্রের। এটি জিডিপি–র প্রায় ৬ শতাংশ। অমিত মিত্র বলেন, এখন আর্থিক ঘাটতি নিয়ে ভাবা উচিত নয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে যাওয়ায় ভারতের সুবিধে হবে বলেই মনে করেন তিনি। ভারতে বিদেশি মুদ্রার ভাঁড়ার পর্যাপ্ত আছে বলে জানান অমিতবাবু।
তিনি আরও বলেন, রাজ্যগুলির হাতে ৪ লক্ষ কোটি টাকা দেওয়া উচিত কেন্দ্রের, যা মানুষের মধ্যে বণ্টন করা যায়। একই সঙ্গে বেসরকারি ক্ষেত্রে চাকরি বাঁচাতে লকডাউনের মধ্যে ৮০ শতাংশ মাইনে কেন্দ্রের দেওয়ার পক্ষেও সওয়াল করেন অমিত মিত্র। ক্ষুদ্র শিল্পের জন্য সফট লোন ও মোরাটোরিয়ামের প্রস্তাব দিয়েছেন তিনি।
খুব দ্রুত ঘুরে দাঁড়ালেও এ বছর ভারতীয় অর্থনীতি এক শতাংশের বেশি হারে বৃদ্ধি পাবে না বলে মনে করেন অমিত মিত্র। তবে নেতিবাচক বৃদ্ধির সম্ভাবনাই বেশি বলে এই প্রতিথযশা অর্থনীতিবিদের অভিমত।