রাজ্যে এবার করোনার শিকার হলেন খোদ এক স্বাস্থ্যকর্তা। সপ্তাহ খানেক আগে রাজ্যের এক স্বাস্থ্যকর্তা করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, সেই আধিকারিকই শনিবার মধ্যরাতে মারা গিয়েছেন। কিন্তু একইসঙ্গে ওই ব্যক্তির সুগার ও হাইপারটেনশন ছিল, ফলে তাঁর মৃত্যু ঠিক কী কারণে তা এখনও স্পষ্ট নয়।
এই প্রসঙ্গে সকাল ১১টা পর্যন্ত স্বাস্থ্য ভবন বা প্রশাসনিক সূত্রে কোনও মন্তব্য করা হয়নি। সরকারিভাবে জানানোও হয়নি কিছুই। জানা গিয়েছে, ওই কর্তা গত ১৭ এপ্রিলে একাধিক উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি’তে ভর্তি হন। তারপর তাঁকে ১৮ তারিখ আমরিতে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে ২৪ তারিখ তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তাঁর বয়স ৬০-এর কাছাকাছি। পাশাপাশি, তাঁর সুগার ও হাইপার টেনশন ছিল। তবে তা খুব একটা মারাত্মক ছিল না বলেই খবর। এছাড়াও, ৮ মাস আগে পিজি হাসপাতালে হৃদরোগ বিভাগেও তিনিও চিকিৎসাধীন ছিলেন।
ফলে তাঁর মৃত্যু সরাসরি করোনার জন্য না অন্য কোনও কারণে তা এখনও স্পষ্ট নয়। কারণ, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিংবা সরকারের তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কিছুই মন্তব্য করা হয়নি।