‘বিজেপির ভাষায় কথা বলছেন কেন্দ্রীয় দল।’ এমনই অভিযোগ করলেন পুরমন্ত্রী তথা মহানগরীর মেয়র ফিরহাদ হাকিম। এদিন মুখ্যসচিবকে দেওয়া কেন্দ্রীয় দলের চিঠির প্রসঙ্গে এই বক্তব্য রাখেন মেয়র। কেন্দ্রীয় দলের ভূমিকা মানুষ ভালো চোখে দেখছেন না বলেও এদিন মন্তব্য করেন তিনি।
মেয়র ফিরহাদ হাকিমের কথায়, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক পুলিশ প্রশাসন কাজ করছেন। পুলিশ প্রশাসন বা চিকিৎসকেরও কোন ভূমিকা নিয়ে অসন্তোষ থাকলে সেটা তাদের জানানো যেতেই পারে।’ তবে মেয়রের অভিযোগ, ‘বিজেপির ভাষায় কথা বলছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় দলের এই ভূমিকা মানুষ ভালো চোখে দেখছেন না।’ অন্যদিকে রাজ্য ও রাজ্যপালের পত্র যুদ্ধের প্রসঙ্গে বলেন, ‘এখন চিঠি চালাচালির লড়াই নয়। এখন করোনার বিরুদ্ধে লড়াই করা উচিত। এখানে বিজেপি যা করছে রাজ্যপালও একই কাজ করছেন।’
অন্যদিকে, লকডাউনে অনুপস্থিত থাকা ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে প্রথমেই কড়া ব্যবস্থা নিচ্ছেনা কলকাতা পুরসভা। এদিন এমনটাই প্রকাশ পায় মেয়রের বক্তব্য। লকডাউন অনুপস্থিত থাকা ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে মেয়রের বার্তা, ‘জরুরি পরিষেবার সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন। ডাক্তারদের আমরা ভগবান বলে মনে করি। মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন।’
যদিও সূত্রের খবর, ইতিমধ্যেই এই সমস্ত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের কাছে চিঠি পাঠিয়েছে কলকাতা পুরসভা। সেই চিঠিতে কাজে যোগ দিতে বলা হয়েছে তাদের। অন্যথায় জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।