গরিব মানুষকে দু’বেলা খেতে দিলে বিশেষ খরচ হবে না সরকারের। বলছেন অর্থনীতিবিদ তথা রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। পাশাপাশি সরকারের উচিত সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবন–জীবিকার ভার গ্রহণ করা, পরামর্শ রাজনের।
এই প্রসঙ্গে রঘুরাম রাজন আরও বলেন, এখন রাজকোষ ঘাটতির কথা ভাবলে চলবে না। দেশের অর্থনীতি বাঁচাতে গরিব লোকে যাতে দু’বেলা খেতে পায়, তাঁরা যাতে সুস্থ থাকে, সেটাই নিশ্চিত করতে হবে। একসময়ে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পূর্বাভাষ দিয়েছিলেন তিনি। এবার তিনি জানাচ্ছেন, ভারত যদি এই মুহূর্তে দেশের প্রকৃত অর্থনীতির স্বাস্থ্যের দিকে বিশেষ জোর না দেয়, তাহলে অনেক বড় মূল্য চোকাতে হবে সাধারণ মানুষকে।
রাজনের মতে, আর্থিক প্যাকেজ নির্ধারণ করার সময়ে কেন্দ্রকে মাথায় রাখতে হবে, তা যেন টাকার মূল্য বা সুদের হারে কোনও প্রভাব না ফেলে। আর্থিক প্যাকেজের কাঠামো এমন ভাবে তৈরি করতে হবে, যাতে কোথাও কেউ অভুক্ত না থাকেন। প্রত্যেকে যাতে চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান। দেশের প্রকৃত অর্থনীতিকে বাঁচাতে হলে ছোট–মাঝারি কোম্পানিগুলোকে অবশ্যই বাঁচাতে হবে, বলছেন তিনি।