রাজ্যে করোনা মোকাবিলায় যেখানে সর্বাত্মক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর দল, সেখানে ত্রাণ বিলি করা নিয়েও রাজনীতি করছে বিজেপি। এবার তার জেরেই গণ্ডগোল এমন আকার নিল যে গ্ৰেফতার হলেন দুই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের গুড়েভাটা গ্ৰামে। ধৃত দুই অভিযুক্তকে আজ চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাল্টু বাগ, দীনেশ সাউ-এর নেতৃত্বে ত্রাণ বিলির কাজ চলছিল সন্তোষপুর গ্ৰাম পঞ্চায়েতের গুড়েভাটা গ্ৰামে। সেখানে ত্রাণ না পেয়ে ফাঁকা কাগজে কয়েকজনকে দিয়ে সাক্ষর করানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। তারপর লাল্টু বাগ ও তার অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে কয়েকজনের সঙ্গে। চন্দ্রশেখর ঘোষ নামে একজনকে ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত হন তিনি। তার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্ৰেফতার করা হয়েছে।
এ প্রসঙ্গে তৃণমূল ব্লক কংগ্ৰেস কার্যকরী সভাপতি লাল্টু চ্যাটার্জী অভিযোগ করেন, বিজেপি নেতা লাল্টু বাগ কয়েকজনকে খাদ্য সামগ্ৰী দেওয়ার সময় সাদা কাগজে সাক্ষর করিয়ে নিচ্ছিল। তার কারণ জানতে তৃণমূলের কয়েকজন কর্মী সেখানে উপস্থিত হলে লাল্টু বাগের নেতৃত্বে বিজেপি কর্মীরা ওই তৃণমূল কর্মীদের মারধর করে। স্থানীয় মানুষজন এসে তৃণমূল কর্মীদের উদ্ধার করেন। পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। তারকেশ্বর থানার পুলিশ পরে অভিযুক্ত দু’জন বিজেপি কর্মীকে গ্ৰেফতার করেছে।