পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় ভারতীয় সেনার সঙ্গে সন্ত্রাসবাদীদের এনকাউন্টার শুরু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, এনকাউন্টার এখনও চলছে বলে জানা গিয়েছে। সেনার গুলিতে খতম হয়েছে ৩ সন্ত্রাসবাদী।
জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই উপত্যকাকে অশান্ত করতে একের পর এক হামলা চালিয়েছে লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন-সহ বেশ কয়েকটি জঙ্গী সংগঠন।
করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব তার মধ্যেই চলছে গুলির লড়াই। তবে যে তিন জন মারা গেছে তাদের মধ্যে ২ জঙ্গীর পরিচয় জানা যায়নি। অপর একজন সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। ওই এলাকায় এখনও সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা।
প্রসঙ্গত, আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই জঙ্গীকে খতম করল নিরাপাত্তা বাহিনী। নিহত জঙ্গীরা এক পুলিশকর্মীকে অপহরণ করেছিল। তাঁকে জঙ্গীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। এনকাউন্টারের সময় গুরুতর জখম হয়েছেন কাশ্মীর পুলিশের এক অফিসার।