করোনা সংকটে বিপর্যস্ত অসামরিক বিমান পরিবহন শিল্প। যার জেরে দেউলিয়া হওয়ার মুখে একের পর এক সংস্থা। কয়েক দিন আগে ভার্জিন অস্ট্রেলিয়া নিজেদের আর্থিক সংকট কবুল করে নিয়েছে। নয়া লগ্নিকারীর সন্ধানে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল এয়ার মরিশাস-এর নাম। নিজেদের দেউলিয়া অবস্থার কথা স্বীকার করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে তারা। একইসঙ্গে এই ডামাডোল থেকে পরিত্রাণের জন্য সরকারের স্মরণাপন্ন হয়েছে মরিশাসের এই বিমান সংস্থাটি।
এয়ার মরিশাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রাহক এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষের স্বার্থের কথা মাথায় রেখে স্বেচ্ছায় প্রশাসনিক নিয়ন্ত্রণে যাওতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর পরই সেখানে দু’জনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। পথে বসতে চলা এই সংস্থাকে বাঁচাতে বিপুল অর্থের প্রয়োজন। সেই সম্ভাব্য লগ্নিকারীর সন্ধান করাই প্রশাসকদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ফের ঘুরে দাঁড়াতে নিজেদের ব্যবসায়িক রণকৌশলে বদল আনারও সিদ্ধান্ত নিয়েছে মরিশাসের এই বিমান সংস্থাটি।
বিশ্বের অন্যতম প্রথম সারির বিমান সংস্থা এয়ার এয়ার মরিশাস। চার মহাদেশের মোট ২২ দেশে উড়ান চালায় তারা। প্রতি বছর গড়ে প্রায় ১৭ লক্ষ যাত্রী পরিহবন করে তারা। করোনা মহামারির ৫২ বছর পুরনো এই বিমান সংস্থাটিকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। দিনের পর দিন ব্যবসা বন্ধ থাকায় মূলধন প্রায় শূন্য হয়ে গিয়েছে। ঠিক যেমন হয়েছে ভার্জিন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এখন দেউলিয়া ঘোষণার জন্য সরকারের দ্বারস্থ হয়েছে তারা।