‘আইএমসিটি-র আসল অর্থ দেশের মোস্ট ক্যালাস টিম। এটা যদি ভাল না লাগে তাহলে বলুন আই মাস্ট কজ ট্রাবল। এদের আসল উদ্দেশ্যে রাজনৈতিক ভাইরাস ছড়ানো। এরা নির্লজ্জভাবে এই কাজ করছে।’ শনিবার কেন্দ্রীয় দলের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
সম্প্রতি করোনার পরিস্থিতিতে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। আর তারপর থেকেই একাধিক অভিযোগ তুলতে শুরু করেছে তারা। এরপরেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিরুদ্ধে সরব হয়ে একটি ভিডিও বার্তা টুইট করলেন ডেরেক। সেখানে তিনি বলেন, ‘কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কোনও কারণ ছাড়াই বাংলায় পাঠানো হয়েছে। যারা জেলায় জেলায় ঘুরছেন অথচ কোনও করোনা হটস্পট এলাকায় যাচ্ছেন না। যে এলাকায় যাচ্ছেন সেখানে হয়তো শেষ পজিটিভ কেস পাওয়া গিয়েছে দু’তিন সপ্তাহ আগে।’ তাহলে কেন এসেছে কেন্দ্রীয় দল? ভিডিও বার্তায় নিজেই এই প্রশ্ন করে ডেরেক বলেন, ‘এঁদের মূল উদ্দেশ্যে রাজনৈতিক ভাইরাস ছড়ানো। যেটা এরা করে চলেছে নির্লজ্জভাবে, দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে।’
এরপরেই দিল্লী থেকে আসা দলের দু-দু’টি নাম দেন ডেরেক। আন্তঃমন্ত্রক দলের ইংরাজি পুরো কথা ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম (আইএমসিটি)। এদিন ডেরেক বলেন, ‘ওটা আসলে ইন্ডিয়াস মোস্ট ক্যালাস টিম। এটা যদি ভাল না লাগে তাহলে বলুন আই মাস্ট কজ ট্রাবল।’
ডেরেকের কথায় বাংলার সরকারকে বিব্রত করতেই দিল্লী থেকে এই দল পাঠানো হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, বাংলায় এই দল পৌঁছে যাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান। প্রসঙ্গত, গত মঙ্গলবার এই কথাই বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যমন্ত্রীও বলেছিলেন, ওঁরা আসার আধঘণ্টা আগে আমরা জানতে পেরেছি। ডেরেকও এদিন বলেন, ‘কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে।’