গোটা দেশে করোনা নিয়ে সতর্কতা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেই কারণেই অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল সিকিম প্রশাসন।
পর্যটনমন্ত্রী বি এস পন্থ জানিয়েছেন, এই বছর কৈলাস মানসরোবর যাত্রা বন্ধ থাকছে। তাই বন্ধ রাখা হচ্ছে নাথু লা পাসও। জুনে মানসরোবর যাত্রা হওয়ার কথা ছিল। নাথু লা বাণিজ্য পথ ও কৈলাস মানসরোবর যাত্রার থেকে বছরের একটা বড় আর্থিক লাভ আদায় করে সিকিম সরকার।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত সিকিমে করোনা সংক্রমণের খবর নেই। তাও বাড়তি সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ। গত বছরও প্রায় বারো লক্ষ পর্যটক এই সময় সিকিমে গিয়েছিলেন। বিদেশ থেকে এসেছিলেন দেড় লক্ষ পর্যটক।