দু’সপ্তাহ আগে হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয় তাঁর। আর তারপর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কিছুতেই তাঁকে সুস্থ করে তুলতে পারছেন না চিকিৎসকরা। তাই এবার পরিস্থিতি সামাল দিতে উত্তর কোরিয়ায় বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল পাঠিয়েছে চীন।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম। অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার ওপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, গত বৃহস্পতিবারই পিয়ংইয়ংয়ের উদ্দেশ্যে রওনা দেয় দু’জন চিকিৎসক-সহ চিনা প্রতিনিধি দল। ওই দলটির নেতৃত্বে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শীর্ষ নেতা।
অন্যদিকে, সম্প্রতি, উত্তরে কোরিয়ার রাষ্ট্রপ্রধানের শাসনভার সাময়িকভাবে হাতে নিতে পারেন কিম জং উনের সহোদর বোন কিম ইও জং বলে খবর ছড়িয়েছে। উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি, সরকার ও সেনাবাহিনীতে কিম ইও-র বিরাট প্রভাব রয়েছে। তিনি দাদা কিমের প্রতিও অনুগত এবং বিশ্বস্ত।