করোনা প্রতিরোধে তিনি বারবার পথে নেমেছেন। সেই নিয়ে কটাক্ষও করেছেন বাংলার বিজেপি নেতারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বরাবর কঠিন পরিস্থিতিতেও পথে নেমেই কাজ করতে অভ্যস্ত তা তিনি আবার স্পষ্টতই জানিয়ে দিয়েছেন গতকাল। এদিন লকডাউন নিয়ে সাধারণ মানুষকে সচেতন ও আশ্বস্ত করতে ফের পথে নামলেন তিনি। বিরোধীদের নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বার্থের কথা ভেবে ঘরে থাকতে নারাজ মুখ্যমন্ত্রী। করোনা থেকে বাঁচতে লকডাউন মানতেই হবে বলে শুক্রবার পথে নেমে বার্তা দিলেন তিনি।
করোনা আবহে প্রধানমন্ত্রী থেকে দেশের বাকি মুখ্যমন্ত্রীরা বাড়িতে বসেই পরামর্শ দিচ্ছেন দেশ তথা রাজ্যবাসীকে। সেখানে পায়ের তলায় সর্ষে বাংলার মুখ্যমন্ত্রীর। রাস্তায় নেমে প্রতিদিন সরেজমিনে খতিয়ে দেখছেন পরিস্থিতি। হাতে-কলমে শিখিয়ে দিচ্ছেন কীভাবে কী করতে হবে। প্রয়োজনে মাইক হাতে প্রচার করছেন সচেতনতার বার্তাও। সেক্ষেত্রে বিরোধীদের নিষেধের বাণীকে আমল দিতে নারাজ তিনি। সদর্পে মাঠে নেমেই কাজ করতে যে তিনি অভ্যস্ত তা প্রমাণ করছেন বারংবার। নিজের পরোয়া না করে যে সকলের কথা ভাবতে ও মাটির কাছাকাছি তিনি থাকতে চান সেটাও ঠারেঠারে বুঝিয়ে দিলেন সকলকে। আজও সেই প্রথার অন্যথা হয়নি।
এদিন যাদবপুরের এইট-বি বাসস্টপের সামনে গিয়ে সচেতনতার প্রচার সারলেন তিন। তারপর মুখ্যমন্ত্রী যান অভিষিক্তায়। সেখানে গিয়ে তাঁর পরামর্শ, বাসন্তী পুজো, অন্নপূর্না পুজো হয়ে গিয়েছে। এখন ঘরটাই আমাদের মন্দির-মসজিদ-গুরুদ্বার। ঘরে বসেই প্রাথর্না করুন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘করোনায় অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসকদের পরামর্শ ও প্রোটোকল মেনে চললেই রোগ থেকে ভাল হওয়া যায়।’