করোনা ভাইরাসের থাবায় লক ডাউন গোটা দেশ। ভারতে একমাস পেরিয়েছে লকডাউন। এই সময়ে শুধু দেশেই লকডাউন প্রায় ৪০ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি অভিবাসীর জীবনযাত্রা প্রভাবিত করেছে, এমন তথ্যই দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।
বলা হয়েছে, “লকডাউন এবং বেকারত্ব বৃদ্ধি এবং সোশ্যাল ডিসট্যানসিং একটি শ্রমিকদের জন্য বাড়ি ফেরার প্রক্রিয়া বিশৃঙ্খল এবং কষ্টকর করে তুলেছে, ভারত ছাড়াও এই পরিস্থিতি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে”।।
ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্প্রতি একটি রিপোর্ট দিয়ে জানিয়েছে, “লকডাউন ভারতের বিশাল অংশের মানুষকে প্রভাবিত করেছে, যা প্রায় দেশের ৪০ মিলিয়ন অন্তর্দেশীয় পরিযায়ীদের প্রভাবিত করেছে। কিছুদিনের মধ্যেই প্রায় ৬০ হাজার মানুষ শহর এবং লাগোয়া কেন্দ্র থেকে গ্রামে গিয়েছেন”।
‘পরিযায়ীর চোখে কোভিড-১৯ সংকট’ নামক রিপোর্ট অনুযায়ী, “আন্তর্জাতিকভাবে গমনের তুলনায় অন্তর্দেশীয় গমনের বিস্তার প্রায় আড়াই গুণ বেশি”।
বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, করোনা ভাইরাস সংকট দক্ষিণ এশিয়ায় দেশান্তরে এবং অন্তর্দেশীয় পরিযায়ীদের বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে।