এতদিন আড়ালে-আবডালে যুদ্ধ চলত দু-পক্ষের। কিন্তু এবার আর রাখঢাক না করেই সরাসরি রাজ্যপাল জগদীপ ধনকরকে চিঠি দিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীর্ঘ পাঁচ পাতার চিঠি মুখ্যমন্ত্রী পাঠান রাজভবনে। সেখানে রীতিমতো চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনার নিজেকেই এবার বিচার করা উচিত। আপনার মন্তব্য আমার মন্ত্রিসভাকে চরম অপমান করেছে।’
এখানেই থেমে থাকেননি তিনি। স্পষ্টতই তিনি লিখেছেন, ‘আমার ও মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, কিন্তু সংবিধানপ্রণেতা বাবাসাহেব আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার উচিত নয়। আপনি বোধহয় ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্যপাল।’ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘যে রাজ্যের রাজ্যপাল আপনি, সেই রাজ্যের সরকারের প্রতি আক্রমণ করাটাই বর্তমানে আপনার একমাত্র কাজ হয়ে উঠেছে।’
রাজনৈতিক মহলের মতে, রাজ্য-রাজ্যপাল সংঘাতে মুখ্যমন্ত্রীর এই চিঠি নতুন মাত্রা যোগ করল। উল্লেখ্য, করোনা আবহে রাজ্য সরকারের ধারাবাহিক সমালোচনা করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রেশন থেকে ত্রাণ, করোনার গঠিত অডিট কমিটি নিয়ে বারবার রাজ্যের দিকে আক্রমণ শানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। কেন্দ্রীয় দলকে অসহযোগিতা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।
গতকালও রাজ্যপালের এহেন আচরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল, ‘ওঁর সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। উনি খুব লম্বা মানুষ। আমরা ছোট মানুষ। উনি ৮ ফুট। আমরা ৫ ফুট। এত ছোট হয়ে অত লম্বা মানুষকে মাপাই তো যাবে না!’ কিন্তু এরপরও থেমে থাকেনি রাজ্যপালের আক্রমণ। যার ফলে খুব স্বাভাবিকভাবেই এবার আরও কড়া হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।