রাজ্যের করোনা সঙ্কটের সময়ও থেমে নেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব। করোনা পরিস্থিতি ঠিকমতো সামলাতে পারছে না রাজ্য সরকার, সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকরের টুইটে করা অভিযোগ প্রসঙ্গে আলাদা করে কোনও মন্তব্য করতে চাইলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বেশ কিছুটা তীর্যকভাবেই তিনি বললেন, ‘ওঁর কথা নিয়ে আমি কিছু বলতে চাই না। উনি বিরাট উচ্চতার মানুষ। আমরা ছোটখাটো। উনি ৮ ফুট। আমরা ৫ ফুট।’
রাজ্যকে খোঁচা দিয়ে একটি টুইটে রাজ্যপাল ধনকর একথাও লেখেন যে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেদন রাখছি যাতে তিনি অন্তত রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সহযোগিতা করেন।’ অন্য একটি টুইটে রাজ্যপাল লেখেন, ‘রাজ্যের মানুষের দুর্দশা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ তিনি যেন কেন্দ্রীয় দল ও পিএমওর সঙ্গে সহযোগিতা করেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে এখন দ্বন্দ্ব নয়, সহযোগিতার প্রয়োজন।’ এরপরেই রাজ্যপালের খোঁচার জবাবে তীব্র কটাক্ষ হানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই নিয়ে মমতা আরও বলেন, ‘সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি, অথচ বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। র্যাপিড টেস্টের কিট তুলে নিয়েছে, এটা কার দোষ? মুখ্যমন্ত্রীর কথায়, ‘ভাগ্যিস আমাদের স্বাস্থ্য দফতর কিছু বরাত দিয়েছিল, তাই কিছুটা বাঁচোয়া।’