লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অবস্থা সবচেয়ে করুণ। ১০ এপ্রিল ভুবনেশ্বর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন মুর্শিদাবাদের ৯ নির্মাণশ্রমিক। কিছুটা ট্রাকে চেপে, আর বেশিরভাগটাই পায়ে হেঁটে আসার পথে ১১ দিনের মাথায় মঙ্গলবার সকালে বর্ধমান–কাটোয়া রেলপথের ধারে কাটোয়ার যাজিগ্রামের কাছে পুলিশ ‘পাকড়াও’ করল ওই ৯ জনকে। পথশ্রমে ক্লান্ত অবসন্ন ৯ জনকেই একটি অস্থায়ী শিবিরে রেখে খাওয়াদাওয়া ও বিশ্রামের ব্যবস্থা করেছে।
৯ শ্রমিককে বাড়ি ফেরানোর জন্য মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কাটোয়ার পুলিশের এই আতিথেয়তায় খুশি হলেও, বাড়ি ফেরার জন্য ছটফট করছেন ওই শ্রমিকরা। লকডাউনে আটকে পড়া ওই শ্রমিকদের সঞ্চয় ফুরিয়ে যাওয়ায় হেঁটেই বাড়ি ফিরতে মনস্থ করেন।
প্রসঙ্গত, লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়া এমনই পরিযায়ী শ্রমিক, এলাকার শ্রমিক, চিকিৎসা সংক্রান্ত কাজ ও পড়াশোনার কাজে থাকা মানুষের সংখ্যা প্রায় ৫ হাজার।