বিশ্বজোড়া করোনা আতঙ্কের মধ্যেই হুলুস্থুল কাণ্ড উত্তর কোরিয়ায়। জানা গেছে, শরীর ভালো নেই সেই দেশের শাসক কিম জং উনের। মধ্য তিরিশের নেতার শারীরিক অবস্থার খবর পৌঁছেছে সাধারণ মানুষের কাছেও। আর এরপরই শুরু হইচই। রাজধানী পিয়ংইয়ংয়ে দোকানগুলিতে নজরকাড়া ভিড় দেখা গেছে। দেদারে বিক্রি হচ্ছে জরুরি জিনিসগুলি। উত্তর কোরিয়ার সংবামাধ্যমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর থেকেই গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এমনকি তাঁর দাদু তথা দেশের প্রতিষ্ঠাতা কিম দ্বিতীয় সাংয়ের জন্মদিনেও অনুপস্থিত ছিলেন কিম। এর জেরেও জল্পনা বাড়তে থাকে। কোনও কোনও সংবাদমাধ্যম থেকে খবর ছড়িয়ে যায়, করোনা-আক্রান্ত কিম জং উন। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে উত্তর কোরিয়ায় আপাতত সরকারি অনুষ্ঠানে রাশ টানা হয়েছে। কিছু সরকারি আধিকারিক ছাড়া অনুষ্ঠানগুলিতে অংশ নিচ্ছেন না বিশেষ কেউই।
এই সব জল্পনার জেরেই অত্যবশ্যকীয় পণ্য কেনার হিড়িক দেখা গেছে পিয়ংইয়ংয়ে। সম্প্রতি রেডিও ফ্রি এশিয়াতে জানানো হয়, হঠাৎ করেই উত্তর কোরিয়ায় খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশে জরুরি অবস্থা জারি হতে পারে, এই আশঙ্কাতেই দোকানে ভিড় করছেন উত্তর কোরিয়ার বাসিন্দারা। আর এর জেরেই উত্তর কোরিয়ায় খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।