করোনার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন৷ এমনই নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য মন্ত্রক৷ এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে মোবাইল ফোনে করোনার জীবাণু থেকে যেতে পারে এবং পরবর্তীতে তা করোনা ছড়াতে পারে৷ এর ফলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পুরোপুরি বন্ধ করে দেওয়া হল মোবাইলের ব্যবহার৷ শুধু রোগী নয়, এই ওয়ার্ডে থাকা চিকিৎসক-নার্সদের জন্যেও একই নিয়ম থাকছে৷ এমনকি রোগীর আত্মীয়রাও মোবাইল নিয়ে হাসপাতালে ঢুকতে পারবেন না৷
মোবাইল ফোন বা যে কোনও ইলেকট্রনিক যন্ত্রে করোনার জীবাণু দীর্ঘক্ষণ থেকে যেতে পারে৷ এ কথা বিশেষজ্ঞরা আগেই জানিয়ে ছিলেন৷ ফলে এই ধরণের বস্তু স্যানিটাইজ করতে হবে নিয়ম মেনে, সেটাও বলা হয়েছিল৷ এই নিয়েই আরও সচেতনতার পথে হাঁটল রাজ্য সরকার৷ সে কারণে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকে৷
হাসপাতালে ভর্তি করার সময় রোগীর মোবাইল জমা দিতে হবে, পরিবর্তে একটি রিসিট পাবেন তিনি৷ তাহলে কী পরিবারের সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যাবে চিকিৎসা চলাকালীন? না, তার জন্য থাকবে ইন্টারকমের সুবিধা৷ প্রতিটি ওয়ার্ডে সেই ব্যবস্থা করা হবে৷ রোগীর কাছে থাকবে হাসপাতালের কন্ট্রোল রুম, ম্যানেজার, সুপারিনটেনডেন্টের নম্বর৷ এসটিডি সুবিধা যুক্ত ল্যান্ডলাইনের ব্যবস্থা করা হবে প্রতিটি আইসোলেশন ওয়ার্ডে,এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা৷