ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাধলেন মুকেশ আম্বানি। আর মার্ক জুকেরবার্গের সঙ্গে ফেসবুক চুক্তির পর ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে উঠে এলেন তিনি৷ বুধবার ফেসবুকের সঙ্গে চুক্তির পরে আম্বানির সম্পদের পরিমাণ ৪.৭ বিলিয়ন ডলার বেড়ে ৪৯.২ বিলিয়ন ডলারে পরিণত হয়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ কোটি টাকার সমান। এবং এই চুক্তির ফলে ফের আলিবাবার মালিক জ্যাক মা-কে পেছনে ফেলে এগিয়ে গেলেন আম্বানি।
বিশ্বের সর্ববৃহত্ অয়েল রিফাইনারির মালিক মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ২০২০-র ইনডেক্সে ১৪ বিলিয়ন ডলার কমেছিল। গোটা এশিয়া মহাদেশে সম্পত্তির পরিমাণ ডলারের হিসেবে এর চেয়ে বেশি কারোর পরেনি।
জুকেরবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই জিও-র সঙ্গে গাঁটছড়া বেধেছে তারা। ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনছে ফেসবুক।
ফেসবুকের সঙ্গে এই চুক্তির পরই আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার বাড়ে ১০ শতাংশ। এর ফলে জ্যাক মা-এর থেকে সম্পত্তির পরিমাণে ৩.২ বিলিয়ন ডলার এগিয়ে যান মুকেশ আম্বানি।