করোনা মোকাবিলার অন্যতম শর্ত মুখে মাস্ক পরা। কিন্তু অনেক দরিদ্র মানুষের মাস্ক কেনার সামর্থ্য নেই। তাই তাদের পাশে এসে দাঁড়ালেন দেশের ফার্স্ট লেডি।
এবার করোনা মোকাবিলায় শামিল দেশের ফার্স্ট লেডিও। দরিদ্রদের সুবিধার্থে নিজের হাতে মাস্ক তৈরি শুরু করেছেন রাষ্ট্রপতি জায়া সবিতা কোবিন্দ। জানা গিয়েছে, করোনা আবহে দিল্লীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাঁরা থাকছেন, তাঁদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এই মাস্ক।
সম্প্রতি প্রকাশ্যে আসে একটি ছবি। সেখানে লাল রঙের একটি মাস্ক পরিহিত অবস্থায় সেলাই মেশিন ব্যবহার করতে দেখা যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পত্নী সবিতাদেবীকে। এরপরই প্রকাশ্যে আসে করোনা ‘যুদ্ধে’ তাঁর শামিল হওয়ার কাহিনী। জানা যায়, করোনা পরিস্থিতিতে দিল্লীর দুস্থদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি ভবনের শক্তি এস্টেটে বেশ কিছুদিন ধরেই মাস্ক তৈরি করছেন সবিতাদেবী। মাস্ক তৈরি ও বিলির মাধ্যমে সবাইকে সচেতনতার বার্তাও দিচ্ছেন তিনি। পাশাপাশি, এই সংকটকালে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান দেশের ফার্স্ট লেডি।