কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল করোনার প্রভাব জুন মাসের শেষ পর্যন্ত থাকতে পারে। এবার প্রায় একই কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। হু–র মতে, বিশ্বব্যাপী লকডাউনের জেরে বহু দেশেই সংক্রমণের গতি কমানো গিয়েছে। তা বলে আত্মতুষ্টির জায়গা নেই। লকডাউন তুললে বিপজ্জনক জায়গায় চলে যেতে পারে সংক্রমণের গতি।
হু প্রধান টেডরোজ আধানম ঘেব্রেইসুস বলছেন, ‘পশ্চিম ইওরোপের দেশগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনই মুক্তি মিলছে না। কিন্তু আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকা ও পূর্ব ইওরোপে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। অনেক দেশে সবেমাত্র করোনার প্রথম স্টেজ চলছে। আবার অনেক জায়গায় পরিস্থিতি একটু ভালর দিকে। তাই কোনও ভুল করবেন না। আমাদের এখনও অনেক লড়াই করতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে।’
হু এর মতে,এই ভাইরাসটি ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে পারে। তাড়াহুড়ো করলে লকডাউন তোলার পরবর্তী পরিস্থিতি লকডাউনের আগের মতোই হবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে না।