করোনা ভাইরাসের ভ্যাকসিন মানুষের ওপর প্রয়োগে জার্মানি এবং ব্রিটেন সম্মতি দিয়েছে। ট্রায়াল ইতিমধ্যেই চালু হয়ে গেছে বলে খবর। বিজ্ঞানী ও গবেষকরা মনে করছেন, মানুষের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ ৮০ শতাংশ সাফল্য আনবে। তাদের এই কথায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে বিশ্ববাসী।
ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভলেন্টিয়ারদের ওপর এই ট্রায়াল শুরু হবে। অন্যদিকে জার্মানিতেও মানুষের উপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। অক্সফোর্ড ট্রায়ালে ১৮-৫৫ বছর বয়সী প্রায় ৫০০ জন ভলেন্টিয়ার তৈরি হয়েছেন এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য। এবং জার্মানিতে ২০০ জন ভলেন্টিয়ার ট্রায়ালে প্রস্তুত যাদের বয়স সীমা ১৮-৫৫ বছর। গবেষক-অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন, “এই প্রক্রিয়াতে ৮০ শতাংশ সফল হওয়ার সুযোগ রয়েছে”।
প্রসঙ্গত, ১,৭০,০০০ মৃত্যুর কারণ যে করোনাভাইরাস তার জন্য এখনও প্রকৃতপক্ষে কোন ভ্যাকসিন আবিস্কার হয়নি। সত্যি বলতে প্রস্তুত করা সম্ভব হয়নি। যে ভ্যাকসিন মানুষের ট্রায়ালে যাবে তা যদি সাফল্য পায় তবে অবশ্যই চরম স্বস্তির নিঃশ্বাস ফেলবে বিশ্ব।