দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর আগে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও-বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেশে করোনা-পরিস্থিতি নিয়ে ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। আগামী সোমবার সেই ভিডিও-বৈঠক ডেকেছেন মোদী।
প্রসঙ্গত, প্রথম দফার লকডাউন ঘোষণার আগে, ২০ মার্চ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে করোনা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। ১১ এপ্রিল দ্বিতীয় বৈঠকে মুখ্যমন্ত্রীদের অধিকাংশই লকডাউন বাড়ানোর পক্ষে মত দেন। তার পরে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
সরকারি সূত্রের মতে, মোট ৪০ দিনের লকডাউন শেষের পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে কেন্দ্র। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীদের কাছ থেকে গোটা দেশের বাস্তব পরিস্থিতির খতিয়ান নিতে চান প্রধানমন্ত্রী। সোমবার অর্থাৎ ২৭ এপ্রিলের বৈঠক সেই কারণেই ডেকেছেন তিনি। তিনি মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ভবিষ্যৎ পদক্ষেপের জন্য পরামর্শও নেবেন। সেই পরামর্শের ভিত্তিতেই কৌশল প্রস্তুত করতে চায় কেন্দ্র।