লকডাউনে দীর্ঘদিন থানার ভিতরেই বন্দী। এই অবস্থায় হাতে বন্দুক তুলে নিলেন এক নিরাপত্তারক্ষী। পুলিশ লাইনের ছাদে উঠে শূন্যে গুলি চালিয়েছেন তিনি। গোটা এলাকা পুলিশ ঘিরে ফেললেও তাঁকে নিরস্ত্র করা যায়নি। পুলিশের অনুমান তাঁর কাছে অন্তত ১০০ রাউন্ড গুলি রয়েছে।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুলিশ লাইনে নিরাপত্তারক্ষীদের শিফটিংয়ের সময় হঠাৎই বন্দুক নিয়ে ছাদে চলে যান দ্বিতীয় গেটে থাকা এক নিরাপত্তারক্ষী। অতর্কিতে গুলি চালাতে থাকেন তিনি। নিরাপত্তারক্ষী ভয়ে পুলিশ লাইনে ঢুকতে পারেননি। অনেকেই ধরে ঢুকে দরজায় খিল দিয়ে দেন। পুলিশ গোটা এলাকা ঘুরে মাইকিং করে তাঁকে নেমে আসতে অনুরোধ করে। তবে ওই ব্যক্তিকে কোনও ভাবেই কথা শোনানো যায়নি।
পুলিশের তরফে ওই ব্যক্তির পরিচয় জানানো হয়নি। পুলিশ লাইনের একাংশের অনুমান, ওই ব্যক্তি দীর্ঘদিন বাড়ি যেতে না পারার দরুণ অবসাদগ্রস্থ হয়েই এই ঘটনা ঘটাচ্ছেন। এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। লকডাউনের জন্য রাস্তাঘাট ফাঁকা। তবুও ঝাড়গ্রাম শহর থেকে ডিয়ারপার্কের দিকে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে পুলিশ।