কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে অপপ্রচার করার মতো মারাত্মক অভিযোগ করল কলকাতা পুলিশ। তাঁদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বাবুলের করা অভিযোগ সম্বন্ধে প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়েছে, ‘বাবুল সুপ্রিয়ের টুইট সম্পূর্ণ মিথ্যা ও ভুল তথ্যে ভরা। কলকাতা পুলিশ সোমনাথ দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেনি।’
কিছুদিন আগে কলকাতার এমআর বাঙুর হাসপাতালের বেহাল দশার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওটি দেখার পরেই কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে বলেন যে সোমনাথ দাস নামে যে ব্যক্তি ওই ভিডিওটি পোস্ট করেছে তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশ একটি মামলা দায়ের করেছে।
আরও প্রকাশ্যে আসে যে সোমনাথ দাস নামে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এমন সন্দেহ করা হচ্ছিল। কিন্তু তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। এরপরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, তারপরেই নাকি ওই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এটাকেই অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
এদিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ভিডিওটির সত্যতা নির্ধারণ করা দরকার এবং এটা যদি সত্যি হয় তবে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। পার্থর কথায়, ‘আমাদের প্রথমে ভিডিওটি আসল নাকি নকল, তা যাচাই করতে হবে। কারণ আমরা সবাই জানি যে বিজেপি ভুয়ো ভিডিও ছড়াতে পারদর্শী।’