এতদিন সরকারি হাসপাতালে রাজ্যবাসীর করোনা চিকিৎসা বিনামূল্যে করিয়েছে রাজ্য। এবার লকডাউনের মধ্যে ফের সুখবর দিলো নবান্ন। জানা গেছে, এবার বেসরকারি হাসপাতালেও করোনার চিকিৎসার খরচ রাজ্য সরকারই বহন করবে। এদিন নবান্নর তরফে এই ঘোষণা করা হয়। বর্তমানে রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা চলছে। সূত্রের খবর, সেই হাসপাতালগুলিতে এবার বিনামূল্যেই চিকিৎসা পাবেন করোনা আক্রান্তরা। চিকিৎসার জন্য যে খরচ পড়বে, তা সংশ্লিষ্ট হাসপাতালকে মিটিয়ে দেবে রাজ্য সরকার।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, রাজ্যের চিহ্নিত বেসরকারি হাসপাতালগুলিতে শুধুমাত্র করোনার চিকিৎসা হচ্ছে। অন্য রোগীদের চিকিৎসা করতে না পারায় তাঁদের আয়ের অন্য পথ বন্ধ হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। দৈনন্দিন খরচের জন্য অর্থের দাবি করেছিল তারা। তাদের সেই আবেদনে সাড়া দিয়েই এবার নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য।