প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ৩ মে শেষ হতে চলেছে লকডাউন। তবে এরপর ফের এই লকডাউন বাড়ানো হবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে এরপরেও লকডাউন জারি থাকলে তাতে কিছুটা শিথিলতা চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সুপ্রিমোর মতে, লকডাউন তোলার আগে ৪ মে-র পর অন্তত আরও দু’সপ্তাহ অপেক্ষা করে নেওয়া উচিত। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে খবর, দ্বিতীয় দফা লকডাউন শেষ হওয়ার পরই আর দু সপ্তাহের সময় দরকার হবে বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আগামী সোমবার ফের একবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এদিন লকডাউন তোলার বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়। মমতা স্পষ্ট বলেন, তিনি লকডাউন ধীর গতিতে তোলারই সমর্থনে। এদিন তিনি বলেন, ‘করোনার থেকেও খারাপ হচ্ছে প্যানিক ভাইরাস। তৃণমূল প্রধান ও একজন নাগরিক হিসেবে আমি লকডাউনটা রেখে দেওয়ার পক্ষে।’ একইসঙ্গে তাঁর উপদেশ, ‘৪ মে-র পর ২৫ শতাংশ লকডাউন তোলা হোক। দ্বিতীয় সপ্তাহে ৫০ শতাংশ। টোটাল লকডাউন ৪ মে-র দু’সপ্তাহ পরেই তোলা হোক।’
রাজ্য সরকার করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ, বিরোধীদের এই অভিযোগ সোজাসুজি নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ ওঠার পাশাপাশি কেন্দ্রীয় দল নিয়ে কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব। বিরোধীদের সব দাবি উড়িয়েই বললেন, ‘আমরা ৩০-৪০ হাজার মানুষের মধ্যে ডেঙ্গুর হামলা সামলে দিয়েছি।’ ফলে কোভিড ১৯-র বিরুদ্ধে লড়ার জন্যও তাঁর হাতে সবরকম অস্ত্র রয়েছে বলে দাবি করেন মমতা। কিন্তু কেন্দ্র আমাদের দাবি মত সাহায্য করছে না। তাই আমি আগামী বৈঠকে ফের একবার প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাবো।