পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ টেস্ট করানো হতে পারে। গত সপ্তাহে এমন একজনের সঙ্গে বৈঠক করেছিলেন পাক প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে যাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, সরাসরি সংক্রামিতের সংস্পর্শে আসার জন্য ইমরান খানেরও করোনা পরীক্ষা করানো হতে পারে। পাক প্রধানমন্ত্রীকে পাঠানো হতে পারে আইসোলেশনেও।
এপ্রিল মাসের ১৫ তারিখ ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সমাজকর্মী ফয়জল এধি। প্রধানমন্ত্রীর হাতে করোনা ত্রাণ তহবিলের জন্য ১ কোটি টাকার চেক তুলে দেন তিনি। সেখান থেকে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সমাজকর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির কথা জানা যায় । ফলে, ইমরানেরও সংক্রামিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সিইও এবং ইমরান খানের ব্যক্তিগত চিকিত্সক, ফয়জল সুলতান মঙ্গলবার জানান, ইমরান দেশের দায়িত্বপূর্ণ নাগরিক। তাঁকে করোনা পরীক্ষা করাতে হবে। প্রয়োজন পড়লে আইসোলেশনেও যেতে হতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অনুদান দিতে ইসলামাবাদের দফতরে গিয়েছিলেন ফয়জল। দু’দিন পর থেকেই তাঁর উপসর্গ দেখা দেয়। যদিও তাঁকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি। বাড়িতেই আইসোলেনে রয়েছেন এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান। তাঁর শারীরিক অবস্থাও আগের থেকে ভাল বলে খবর।