করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ দিন কাটাল গুজরাত। দেশের পশ্চিম সীমান্তের এই রাজ্যে মঙ্গলবার একদিনে করোনায় মৃত্যু হল ১৯ জনের। এর আগে করোনায় একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃ্ত্যু হয়নি গুজরাতে। গতকাল প্রতি চার ঘন্টায় ১জন করে করোনা আক্রান্ত মারা গেছেন গুজরাতে।
গুজরাতে সবচেয়ে খারাপ অবস্থা আমেদাবাদের। এখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। গুজরাতে করোনায় মোট আক্রান্তে সংখ্যা ছাড়িয়েছে ২০০০।
এর আগে গত ১৯ এপ্রিল গুজরাতে মৃত্যু হয়েছিল ১২ জনের। সেটাই ছিল এখনও পর্যন্ত একদিনে গুজরাতে করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার একদিনে ১৯ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ডও ভেঙে গেল। মোটামুটি ভাবে বলা যেতে পারে মঙ্গলবার প্রতি চার ঘণ্টায় একজনের করোনায় মৃত্যু হয়েছে গুজরাতে।