এবার রাষ্ট্রপতি ভবনে করোনা আতঙ্ক। সেখানে কর্মরত এক ব্যক্তির স্ত্রীর শরীরে পাওয়া গিয়েছে মারণ কোভিড-১৯ ভাইরাস। এই খবর পাওয়া পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভবন চত্বরে থেকে প্রায় ১২৫ টি পরিবারকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক ব্যক্তির স্ত্রী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপরই থেকেই কোনও ঝুঁকি না নিয়ে ওই কর্মী ও তাঁর সংস্পর্শে আসা ১২৫ পরিবারকে আবাসিকদের সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনে কর্মরত ওই ব্যক্তির স্ত্রীর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এমনকী দিন-কয়েক আগেই ওই মহিলার মা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
মায়ের শেষকৃত্যে গিয়েছিলেন ওই মহিলা। তারপরেই রাষ্ট্রপতি ভবনে স্বামীর কাছে ফিরে আসেন তিনি। রাষ্ট্রপতি ভবনে ফেরার পরেই ওই মহিলার শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ওই মহিলা করোনা আক্রান্ত হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা রাষ্ট্রপতি ভবন চত্বরে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করা করোনার জেরে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এপর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত প্রায় ১৮ হাজারেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০। এর সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে ভারতে। ১৪ এপ্রিল তা উঠে যাওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিচার করে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার।