রবিবার নরেন্দ্র মোদী বলেছিলেন, করোনা জাত-ধর্ম মানে না। তারপরেই তাকে কটাক্ষ করে টুইট করেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি টুইটে লেখেন, ” ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, আপনি অবশেষে বুঝলেন, করোনা জাতি-ধর্ম মানে না! আগে বুঝলে আরও বেশি উপকার হত না?” বরাবরই অনুরাগ কাশ্যপ স্পষ্টবাদী। বরাবরই তিনি মোদীকে এভাবেই চাঁছাছোলা ভাবে আক্রমণ করেন।
ইতিমধ্যেই অনুরাগের টুইটটি ভাইরাল। ভাইরাল সেই টুইটে তিনি আরও জানান, সময় এসেছে জাতি-ধর্ম ভুলে দেশের দুর্দিনে এককাট্টা হয়ে লড়ার। সবাইকে তিনি এই আহ্বানই জানাচ্ছেন।
করোনা ঠেকাতে, কোনওভাবেই যাতে রাজ্যগুলোতে লকডাউনের নিষেধাজ্ঞা লঘু না করা হয় সে ব্যাপারে ফের একবার মনে করিয়ে দিল কেন্দ্র। স্পষ্টভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে যে দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশ জুড়ে যে লকডাউন জারি করা হয়েছে সেগুলোকে “হাল্কা” করে দেখতে পারে না।