ভারতে বিগত কয়েক মাসে বিপুল হারে ছড়িয়েছে মারণ করোনা ভাইরাস। কিন্তু উদ্বেগের বিষয় হল, দেশে কোভিড-১৯ আক্রান্ত ৮০ শতাংশ মানুষের শরীরেই সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে না। এমনই জানিয়েছেন দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআরের এক বিজ্ঞানী। আইসিএমআর-র বিজ্ঞানী ডঃ রামন আর গঙ্গাখেদকার বলেছেন, ‘৮০ শতাংশ ক্ষেত্রেই রোগের লক্ষণ দেখা যাচ্ছে না। আমাদের সবচেয়ে বড় উদ্বেগ এই শনাক্তকরণ নিয়েই। খুঁজে বের করে ছাড়া আর কোনও উপায় নেই।’
এদিকে সোমবার পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সরকারি পরিসংখ্যান বলছে, এদেশে একদিনের মধ্যে নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১,৫৫৩ জন। এর মধ্যে আবার গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। যার ফলে দেশে এখনও পর্যন্ত ওই রাক্ষুসে ভাইরাসের শিকার হয়েছেন ৫৪৩ জন।
বিশ্ব তথা দেশ জুড়ে আক্রান্তদের অধিকাংশই করোনা উপসর্গহীন। অর্থাৎ, জ্বর-সর্দি-কাশির মতো যে বিষয়গুলি করোনার প্রাথমিক উপসর্গ বলে মনে করা হয়, তার কোনও উপসর্গই এঁদের মধ্যে নেই। ফলে সংক্রমণটা তাঁরা টেরই পাননি। এদিকে সরকারের তরফে আশঙ্কা করা হচ্ছে যে আগামী মে মাসের শুরুতেই করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হবে। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধীরে ধীরে অবস্থা বদলাবে, এমনটাই জানিয়েছেন ডঃ রামন আর গঙ্গাখেদকার।
যে সমস্ত আক্রান্তদের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না তাঁদের শনাক্ত করার জন্যে টেস্টিং কৌশলে কোনও পরিবর্তন হবে কিনা এমন প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘টেস্টের ক্ষেত্রে কী পরিবর্তন করা যাবে? এর কোনও সুযোগ নেই। যে এলাকাগুলো সংক্রমণপ্রবণ বা হটস্পটে রয়েছে, সেখানে বসবাসকারী কারও মধ্যে ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতার লক্ষণ দেখলেই তাঁর করোনা টেস্ট করা হচ্ছে । আরও কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’