গত ১ দিনে রাজ্যে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বড় বৃদ্ধি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও নতুন করে আর কারও মৃত্যু হয়নি এ দিন। এখনও অবধি মৃতের সংখ্যা ১২। গত ২৪ ঘণ্টায় আরও সাত জন সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পরে রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা পৌঁছল ৭৩-এ। আজ বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।
তিনি আরও জানান, এখনও পর্যন্ত এই রাজ্যে মোট ৫৪৬৯টি স্যাম্পেল টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বেশির ভাগই হাওড়া ও কলকাতার। বাংলার ন’টি জেলায় এখনও কোনও সংক্রমণের খবর নেই বলেই দাবি তাঁর। তিনি উল্লেখ করেন, এখন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ৪ হাজার ৪৬০ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৪ হাজার ৯৪৪ জন।
এদিনের বৈঠকে রাজীব সিনহা উল্লেখ করেন, আজকে কলকাতা ও হাওড়ার হটস্পট এলাকায় র্যাপিড টেস্ট শুরু হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও গতকাল থেকে স্যাম্পল টেস্ট শুরু হয়েছে। গতকাল ৫৯টি টেস্ট হয়েছে। সব ক’টি নেগেটিভ। তিনি দাবি করেন, এ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যকর্মীদের মোট পিপিই দেওয়া হয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার। সংক্রমণ রুখতে বাজারে ব্যারিকেড দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি. যাতে নির্দিষ্ট সংখ্যক লোক ঢোকে। তাঁরা বেরোলে আবার কিছু জন ঢুকবেন।