এই দেশে করোনা মহামারির আকারে ছড়িয়ে পড়ার আগেই তা থেকে সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল ভারত সরকার। তাই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে সংক্রমণ এখনও অনেক কম। কোভিড-১৯ সংক্রমণ রুখতে সামগ্রিক ভাবে সরকার যে উদ্যোগ নিয়েছে, এবার তার ভূয়সী প্রশংসা করলেন হু-র দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর পুনম ক্ষেত্রপল সিং।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনম বলেছেন, ‘অনেক আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল ভারত। সরকারের শীর্ষ আধিকারিক, মন্ত্রীদের উদ্যোগকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন দেশের সাধারণ মানুষও। যার ফলে সার্বিক ভাবে গোটা সরকারি ব্যবস্থা কার্যকর হওয়ায় অন্যান্য দেশগুলির তুলনায় ভারতের সংক্রমণ এখনও অবধি অনেকটাই কম এবং ধীর গতিতে হচ্ছে।’
মার্চের দ্বিতীয় সপ্তাহে হু-এর এক আধিকারিক পরিকাঠামো খতিয়ে দেখে ভারত সরকারের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারত যে ব্যবস্থা নিচ্ছে তা আশাব্যঞ্জক।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন্তা ছিল ভারতের এই বিপুল জনসংখ্যা। ১৩০ কোটির দেশে যদি ঠিকঠাক পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। হু-এর রিজিওনাল ডিরেক্টর বলেছেন, এখনও ভারতের যা পরিস্থিতি তাতে বলা যায় পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।