লকডাউন ঘোষণার পর উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে করার ঘটনায় গোটা দেশে শোরগোল পড়েছিল। রাস্তার উপর গাদাগাদি করে শ্রমিকদের বসিয়ে স্প্রে করেছিল যোগীরাজ্যের পুলিশ। পুলিশের সেই অমানবিক আচরণের নিন্দায় সরব হয়েছিল গোটা দেশ।
এবার সেখানে জোর করে এক সাফাইকর্মীকে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। করোনা ভাইরাসের এমন মহামারী চলাকালীন এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মোতিপুরা গ্রামে সাফাইয়ের কাজ করতে গিয়েছিলেন ওই কর্মী। সেখানে তিনি জীবাণুনাশক স্প্রে করছিলেন। ভুল করে এক ব্যক্তির পায়ে সেটি ছিঁটে যায়।
সাথে সাথে সেখানেই কয়েকজন তাঁকে ঘিরে ধরে। ওই জীবাণুনাশক জোর করে তাঁকে খাওয়ানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তাঁকে বাঁচানো যায়নি। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম কুনওয়ার পাল। ৪-৫ জন মিলে তাঁকে জোর করে জীবাণুনাশক খাওয়ায় এবং মারধোরও করে বলে অভিযোগ।
রবিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, মানুষের শরীরে জীবাণুনাশক ছড়িয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোখা যাবে, এই ধারনার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধু তাই নয়, এটা শারীরিক এবং মানসিক ভাবেও ক্ষতিকর, জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক। সেই পরিস্থিতিতে এবার উত্তরপ্রদেশে ফের গ্রামে এক সাফাইকর্মীর ওপর এভাবে নারকীয় অত্যাচার করায় যোগী প্রশাসনের ওপর নিন্দায় সরব হয়েছে গোটা দেশ।