গোটা দেশে লকডাউন বাড়ানো হলেও করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। যার প্রমাণ এদিনের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট। জানা গেছে, মাত্র এক রাতেই ভারতে ৯২০ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭১২। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২২৩১ জন। অর্থাৎ ভারতে করোনা অ্যাকটিভ এইমুহূর্তে ১২৯৭৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩৬৫১ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তারপরেই রয়েছে দেশের রাজধানী দিল্লী। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৩। মৃত্যুর নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ইতিমধ্যেই ২১১ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৭০ জনের।
এছাড়াও নতুন করে দেশের আরও ৫টি রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, মেঘালয়ে ১১ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৩৪ জন ও আসামে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও আসামে ১ জনের, ঝাড়খণ্ডে ২ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে।