দিল্লীর নিজামউদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় জমায়েত থেকে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। আর এরই মধ্যে শোনা যাচ্ছে, রোহিঙ্গাদের মধ্যেও অনেকেই ওই তবলিঘি জামাতের ধর্মীয় জমায়েতে যোগদানকারীদের সংস্পর্শে এসেছেন। তাই এবার তড়িঘড়ি দেশে রোহিঙ্গা শরণার্থীদের চিহ্নিত করে তাঁদের করোনা পরীক্ষা করাতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের অনেকেই তবলিঘি জামাত সদস্যদের সংস্পর্শে এসেছেন বলেই আশঙ্কা সরকারের। আর সত্যিই যদি তা-ই হয়ে থাকে, সেক্ষেত্রে সামান্য জায়গায় গা ঘেঁসাঘেঁসি করে থাকা রোহিঙ্গা উদ্বাস্তুদের মধ্যে করোনা ভাইরাস ভয়াবহ আকার নিতে পারে। সেই কারণেই রোহিঙ্গাদের মধ্যে করোনা পরীক্ষা করার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সব রাজ্যের পুলিশ প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়েছে। হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, দিল্লী, পঞ্জাব, জম্মু এবং মেওয়াটের যেখানে রোহিঙ্গা শিবির আছে, সেই সব জায়গায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।