এই করোনা পরিস্থিতিতে দেশে এমনিতে বিধ্বস্ত অবস্থা। এই অবস্থায় চিকিৎসার জন্যে কোনও ব্যক্তি হাসপাতালে গেলে তাঁকে যদি ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন একথা হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রকের হুঁশিয়ারি, জরুরি প্রয়োজনের ভিত্তিতে কোনও রোগী হাসপাতালে গেলে চিকিৎসা না করে তাঁকে ফেরানো যাবে না। সম্প্রতি দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল, স্বাস্থ্যমন্ত্রী সতেন্দর জৈনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন হর্ষ বর্ধন। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লীর পৌর কমিশনাররা ও সরকারি হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টরা।
করোনার সময়ে এরকম বহু ঘটনা ঘটেছে, যেখানে রোগীরা বিভিন্ন কারণে হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসা না করেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।