করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা দেশজুড়ে চলছে একটানা লকডাউন। প্রথমে ২১ দিনের লকডাউনের ঘোষণা করলেও বিভিন্ন রাজ্যের পরামর্শ মতো সেই লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে স্তব্ধ গণ পরিবহণ ব্যবস্থা। এবং আটকে পড়েছেন ওঁরা সকলেই। হাতে টাকা-পয়সা নেই, জুটছে না খাবারও। এভাবে আর কতদিন চলবে! আর তাই রাজস্থান থেকে পায়ে হেঁটেই বাড়ি ফিরলেন পাঞ্জাবের পাঁচ শ্রমিক।
প্রসঙ্গত, পাঞ্জাব থেকে রাজস্থানের কোটাতে কাজ করতে গিয়েছিলেন পাঁচজন শ্রমিক। কিন্তু করোনা আতঙ্কের জেরে যে এমন বিপর্যয় ঘটবে, তা তাঁরাও আন্দাজ করতে পারেননি। সামান্য যেটুকু টাকা ছিল, তাই দিয়ে এতদিন কোনওমতে চলছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়েন্বঠে যে, দু’বেলা খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল। তাই তাঁরা হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। গুগল ম্যাপের সাহায্য নিয়ে ৮০০ কিমি পথ পায়ে হেঁটে অবশেষে শুক্রবার বাড়ি ফেরেন।
শ্রমিকদের মধ্যে একজন জানিয়েছেন, পথে জল বা খাবার কোনও কিছুই পাওয়া যায়নি। কয়েকটি ধাবা খোলা ছিল, তবে করোনা আতঙ্কে সেখান থেকে জল বা খাবার দেওয়া হয়নি। দীর্ঘ পাঁচদিন পথে কাটিয়েছেন তাঁরা। ক্লান্ত হয়ে পড়লে পথেই বিশ্রাম নিয়েছেন। পথের পাশে পুকুর থেকে জল খেয়ে তৃষ্ণা মিটিয়েছেন।